আমাদের সম্পর্কে জানুন
JI Digital IT — বাংলার অন্যতম বিশ্বস্ত ডিজিটাল কমিউনিটি ও ব্লগিং প্ল্যাটফর্ম। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সঠিক তথ্য, আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে একটি দক্ষ ও স্বনির্ভর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে।
আমাদের ব্লগিং কমিউনিটিতে আপনি পাবেন ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, উদ্যোক্তা উন্নয়ন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে নির্ভরযোগ্য ও গবেষণালব্ধ তথ্য। শুধুমাত্র তথ্যই নয়, আমরা সরবরাহ করি হাতে-কলমে শেখার সুযোগ, যেখানে আপনি নিজেকে গড়ে তুলতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসেবে।
আমরা বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে যে কেউ শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে — এবং JI Digital IT সেই যাত্রার পথপ্রদর্শক।
প্রতিষ্ঠাতা সম্পর্কে জানুন
খুলনা জেলার, খুলনা সদর থানার,টুটপাড়া জোড়াকল বাজার,ঘোষেরভিটার একজন সাধারণ তরুণ থেকে আজ আমি হয়ে উঠেছি ,একজন প্রশিক্ষিত দক্ষ ডিজিটাল মার্কেটার ও উদ্যোক্তা। ২০২৩ সালে আমি Accounting(BBA)সম্পন্ন করেছি। কিন্তু আমার স্বপ্ন ছিল আরো বড়— নিজের পরিচয় তৈরি করা, পরিচয় বলতে আপনি আমি যেটাকে পরিচয় বলি সেটা নয়,সমাজ যেটাকে পরিচয় বলে সেই পরিচয় তৈরি করা অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের পরিবারকে শক্ত হাতে গড়ে তোলা, সমাজে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করা।
আর এই স্বপ্নকে আমার পরিবার সমর্থন করে। আমার স্ত্রীর আত্মত্যাগ ও মায়ের দোয়ার মাধ্যমে আমি বাংলাদেশের বিখ্যাত রাজশাহী জেলার অন্যতম ডিজিটাল মার্কেটিং কোম্পানি অর্ডিনারি আইটি থেকে ডিজিটাল মার্কেটিং এর উপর ১ বছরের কোর্স সফলতার সাথে সম্পন্ন করি ।আর তাই আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি —“আমি একজন সফল ডিজিটাল মার্কেটার ও উদ্যোক্তা ” কিন্তু আমার শুরুটা ছিল সম্পূর্ণ শূন্য হাতে।আর পুঁজি ছিল একমাত্র —স্ত্রীর আত্মত্যাগ।
আমাদের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
- সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং ভুয়া তথ্য প্রতিরোধে সচেতনতা তৈরি করা।
- ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং কোর্স সরবরাহ করে দক্ষ মানবসম্পদ গঠন
- নতুন উদ্যোক্তাদের পরামর্শ ও গাইডলাইন প্রদান করা
- একটি কমিউনিটি ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সবাই একে অপরকে সহযোগিতা করতে পারে
- ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ অনলাইন অ্যাকাডেমি ও কো-ওয়ার্কিং স্পেস গড়ে তোলা
শেষ কথা
"আমি যদি শূন্য হাতে আজকে সফল হতে পারি, তাহলে আপনি কেন পারবেন না?"
আপনিও পারবেন—শুধু দরকার নিজের উপর বিশ্বাস, অধ্যবসায় আর সঠিক পথ।
JI Digital IT সেই পথেই আপনার —সঙ্গী হতে চায়।
আমাদের পরিবারের সদস্য হন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
JI Digital IT-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url